
মনোয়ার ইমাম ভারত কৃষকদের উপর জল কামান নিক্ষেপ করে বিক্ষোভ মিছিল কে ছত্রভঙ্গ করার চেষ্টা ব্যর্থ। চারিদিকে ঘিরে রেখেছে দিল্লিকে। সড়ক অবরোধ করে রাখে অবস্হান নিয়েছে রাজপথে।এই ত্রিব্র শীতের সকালে কনকনে ঠান্ডায় গতিরোধ করে রেখেছে ভারতের বিভিন্ন যায়গায় থেকে লক্ষ লক্ষ কৃষক ও ক্ষেতমজুর।দিল্লী পুলিশ এর পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি কে ব্যার্থ করতে সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। বহু যায়গায় বিশাল বিশাল প্রচীর তুলে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়েছে। কৃষক রা ভারত এর প্রধান মন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের সরাস্ট্র মন্তী অমিত শাহ সঙ্গে আলোচনা করতে চেয়েছিল। কিন্তু তাদের শর্ত দাবি না মানায় বৈঠক ব্যার্থ হয়েছে। তাদের দাবি অবিলম্বে এই কৃষক বিরোধী বিল প্রত্যাহার করতে হবে। নতুবা এই বিক্ষোভ কর্মসূচি পালন চলতে থাকবে। গতকাল এই কৃষক বিরোধী বিলের বিরোধিতায় অংশ গ্রহণ কারী এক কৃষক এর মৃত্যু কে ঘিরে আরো উত্তপ্ত হয়ে ওঠে গোটা ভারত।এই ঘটনার ত্রিব্র নিন্দা জানিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী। এবং শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে এবং এন সি পি নেতা শারদ পাওয়ার।আর জে ডি নেতা তেজষী যাদব এবং সমাজ বাদি পাটির নেতা অখিলেশ যাদব। বহুজন সমাজ বাদি পাটির নেত্রী মায়াবতী। রাজস্থান লোক গনতান্ত্রিক পাটি কেন্দ্রীয় নেতা হুনমান কেজরিওয়াল। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ড পাটির নেতা ও ঝাড়খণ্ড এর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সি পি এম এর নেতা সীতারাম ইয়েচুরি ও মহম্মদ সেলিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। তারিখ 1,12,2020,।