
ভারত থেকে মনোয়ার ইমাম।উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।গত রবিবার পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এলাকার বুড়ি গঙ্গা দিয়ে বঙ্গোপসাগরে উপকূল এর গভীর সাগরে মাছ ধরতে যায় প্রবশী শ্রাবন্তী নামক ট্রলার টি।মাঝ সমুদ্রে তাদের ট্রলারে যান্ত্রিক ত্রুটির কারণে চলতে না পারায় ভাসতে ভাসতে ভারত সীমান্ত পেরিয়ে যায় বুঝতে পারেনি। অবশেষে তাদের এই ট্রলার সহ 13, ধীবর কে উদ্ধার করে নিয়ে যায় বাংলাদেশে এর সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।এই খবর শোনার পর দক্ষিণ চব্বিশ পরগনার সাগর এ মাছ ধরতে যাওয়া ধীবর দের পরিবারের সদস্যরা সকলেই উদ্ধিন্ন হয়ে পড়ে। তবে কাকদ্বীপ মৎস্য জীবি সংগঠন সদস্যরা পশ্চিম বাংলা সরকারের মাধ্যমে বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বার্তা চলেছে তাদের কে ফিরিয়ে আনার ব্যাপারে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম। তারিখ 3,12,2020,।