জুড়ীতে,জাতীয়পার্টির নেতাকর্মীর ফূল দিয়ে বরন করেন নবযুক্ত আহব্বায়ক মাহবুবুল আলম শামীম কে

মোঃ জাকির হোসেন মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

আজ ৪ ডিসেম্বর ২০২০ ইং শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময়, মৌলভীবাজারের জুড়ী কামিনীগন্জ বাজার স্থান জুড়ী জাতীয় পার্টির কার্যালয়, নব যুক্ত জাতীয় পার্টির আহবায়ক, কে ফুল দিয়ে বরণ করেন অঙ্গসংগঠন, নেতাকর্মীরা জুড়ী, উপজেলার জাতীয় পার্টির,
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কৃতি সন্তান আলহাজ অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম সাহেব।গত দুই ডিসেম্বর ২০২০ ইং মৌলভীবাজার জেলা জাতীয়পার্টির আহব্বায়ক নিজুক্ত হয়ায় জুড়ী উপজেলা জাতীয়পার্টির পক্ষজুড়ী জাতীয়পার্টির কার্যালয়ে ফূল দিয়ে বরন করেন জূড়ী উপজেলা জাতীয়পার্টির সাধারন সমপাদ্ক সুরমান আহমদ চৌধুরী ডঃ রুবেল আহমদ এম এ আজিজ আনওয়ারূল ইসলাম আনু বারিক মিয়া ফারবেজ শাহাদত আজমল আলী জহির রায়হান প্রমূখ। এসময় জূড়ী উপজেলা জাতীয় উলামা পার্টির মৌলানা আজম খানকে আহব্বায়ক করে এক কমিটি ঘটন করা হয়। উল্লেখ্খ আগামি দুই মাশের মধ্যে সম্মেলন করে পুরনাংগ কমিটি করার নিরদেস দেওয়া হয়

এ সময় বক্তব্যে বলেন, জাতীয় পার্টির আহবায়ক,আলহাজ্ব জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য ও উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম৷।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *