
সুজল খাঁন, মধুখালীঃ
ফরিদপুরের মধুখালীতে বায়ার ফর বাংলাদেশ এর উদ্যাগে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে উন্নত জাতের হাইব্রিড অ্যারাইজ তেজ গোল্ড ধান বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (০৬ ডিসেম্বর) ১১ টায় উপজেলা কৃষি কার্যালয়ে চত্বরে উন্নত জাতের হাইব্রিড অ্যারাইজ তেজ গোল্ড ধান বীজ বিতরণ উদ্বাধন করেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভী রহমান।
এ সময় উপস্তি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম হিমু, বায়ার ফর বাংলাদশ এর টরিটারি অফিসার জীবন রায়। উপজেলার বিভিন ইউনিয়নের প্রান্তিক ৮৪ জন কৃষকদের মাঝে প্রত্যককে ৩ কেজি উন্নত জাতের হাইব্রিড অ্যারাইজ তেজ গোল্ড ধান বীজ প্রদান করা হয়েছে।