
বিশেষ প্রতিনিধি :
আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর ২০২০ ইং তারিখ ।এবারের নির্বাচনে ফরিদপুর পৌরসভায় ২৭ টি ওয়ার্ডে প্রার্থী নির্বাচিত হবে।এসব প্রার্থীদের মধ্যে চলছে ভোটারদের মন জয় করার প্রতিযোগীতা। সকল প্রার্থী ভোটারদের জানাচ্ছে নির্বাচনে জয়ী হলে কেমন সুবিধা দিবে ওয়ার্ডবাসীকে।এই নির্বাচনে এবার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তরুন প্রজন্মের কাছে প্রিয় মুখ, সমাজ সেবক মোঃ সিদ্দিকুর রহমান(এম.এ) কে টেবিল ল্যাম্প মার্কায় নির্বাচন করছে। সকলের কাছে এই অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার গ্রহন যোগ্যতা বন্ধুসুলভ।এলাকার সকল শ্রেনী পেশার মানুষের বিপদে আপদে, সুখে দুঃখে, আনন্দে সব সময় পাশে থেকে সকলের আপনজন হয়ে উঠেছে। তিনি ফরিদপুর হারুকান্দি এলাকায় এক পথসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন তার জন সেবার প্রতুশ্রুতি। তিনি জানান আমি একজন সচ্ছল পরিবারের সন্তান।আমি আপনাদের পাশে সেবক হিসেবে থাকতে চাই। আমার কোনো কিছু চাওয়ার নেই। আমি পৌরসভার প্রকৃত সেবা আপনাদের মাঝে দিতে চাই।তিনি আরও জানান ফরিদপুর মূলত পৌরসভা হলেও সিটি করপোরেশন আদলে এটাকে ভাগ করা হয়েছে তাই প্রতি ওয়ার্ডের অধিবাসীরা সিটি করপোরেশন ধার্যকৃত টেক্স কর দিচ্ছে। আমি নির্বাচিত হলে অবশ্যই সাধারণ মানুষের সার্ধ্যের মধ্যে কর ও টেক্স আনার চেষ্টা করবো।এছাড়াও বর্ধিত পৌরসভায় আধা কাঁচা রাস্তা গুলোকে পাকাকরার উদ্যগ নিবো পাশাপাশি তরুণ যুবকদের মধ্যে যারা বেকার তাদের কর্মস্থানের জন্য বিভিন্ন ট্রেনিং এর ব্যাবস্থা করবো।নারীদের জন্য আমার ওয়ার্ডে নারী উদ্যক্তা করার পরিকল্পনা আছে।
তার নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের স্থানীয় মুরুব্বী, রাজনৈতিক ব্যাক্তি, বিভিন্ন শ্রেনীপেশার নারী, সাংবাদিকসহ সুশিল সমাজের প্রতিনিধি।