উদীয়মানা তরুণ সমাজ সেবক মাজহারুল হক তৌহিদ কাউন্সিলর পদ প্রার্থী।

___________________________
মাঈনউদ্দীন মিন্টু দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ জেলা প্রতিনিধিঃ-

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা অাসন্ন নির্বাচনে পৌরসভা ৪নং ওয়ার্ডের জনগণের মননিত কাউন্সিলর পদ প্রার্থী।মাজহারুল হক তৌহিদ ওলি ব্যাপারি বাড়ির প্রথম শ্রেনীর ঠিকাদার মাহবুবুল হক মিয়ার সু-যোগ্য সন্তান। মাজহারুল হক তৌহিদ ছাএ জীবন থেকে শহিদ রাষ্ট্র প্রতি জিয়াউর রহমানের অার্দশে গড়া সংগঠনের এক নিবেদিত প্রণ। এই উদীয়মান তরুণ সমাজ সেবক বিগত নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে।(বর্তমান কাউন্সিলর)মাজহারুল হক তৌহিদ দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদকে বলেন অামি বর্তমানে কাউন্সিলরের দায়িত্বে অাছি এ -এলাকার সবাই অামার অাপন জন সবার প্রতি অামার শ্রদ্বা বোধ রয়েছে, বলেই সকলের দাবি অামি অাবারো যেন, নির্বাচনে অংশ গ্রহন করি। মাজহারুল হক তৌহিদ অারো বলেন অামি অসহায় মানুষের পাশে ও অন্যায়ের বিরুদ্ধে নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত!অাগামী ১৬জানুয়ারী অাসন্ন বসুরহাট পৌরসভা নির্বাচনে অামি সকলের নিকট দোয়া কামনা করছি।দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ প্রতিনিধির অনুসন্ধানে যানা যায়, এলাকার সাধারণ জনগণের মুখে তৌহিদ সমাজ বান্ধব ব্যক্তিত্ব একজন কাউন্সিলর অামরা তাকে বিপুল ভোটে জয় যুক্ত করবো ইনশাআল্লাহ!

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *