
দেলোয়ার হোসেন
তরফদার
সিলেট বিভাগ ব্যুরো প্রধান
মৌলভীবাজার জেলা ড্রাইভার শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং চট্র ১২২৩ অধীনে রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট ড্রাইভার শ্রমিক নিবাচন অনুষ্ঠিত হয় আজ ২৬/১২/২০ তারিখ রাজনগর ড্রাজবাংলার নিকটতম শ্রমিক অফিসে নিবাচন অনুষ্ঠিত হয়, বিনা প্রতিদন্দিতায় মোঃ জুয়েল মিয়া সভাপতি নিবাচিত হন।সম্পাদক পদে সংকর সূত্রধর ও শৌরভ আহমদ রেমান এর মধ্যে ভোট গ্রহন করা হয়,নিবাচন প রিচালনা করেন রাজনগর উপজেলা সভাপতি মোঃ তোফায়েল আহমেদ বাবলু,সম্পাদক সুহেল আহমদ রানা,পিছাইডিং অফিসার ছিলেন জাহাঙ্গীর আলম মাষ্টার, নিবাচন সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন পযবেক্ষন করেন জেলা শাখার ড্রাইভার শ্রমিক সম্পাদক জনাব ছালেহ আহমদ, এবং রাজনগর উপজেলা চেয়ারম্যান জনাব শাহাজাহান খান,সাথে ছিলেন জনাব কয়েছ আহমদ, রাজনগর ৫ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান জনাব দেওয়ান ছালেক মজিদ, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের মৌলভীবাজার জেলা সভাপতি দেলোয়ার হোসেন তরফদার, সকাল ৮ ঘটিকায় ভোট শুরু হয়ে বিকাল ৩ টায় শেষ হয়।মোট ভোট ৬৫, ভোটাররা ভোট ৫৭ টি,জনাব শৌরভ আহমদ রেমান ৩০ ভোট পেয়ে বিজয় লাভ করেন,তার প্রতিদন্দি সংকর সূত্রধর ২৬ ভোট পেয়ে হার মেনে নেন,১ টি ভোট বাতিল হয়।পরে সভাপতি উভয়ের হাতে নিবাচনের ফলাফল তুলে দেন।