মিথ্যা বাবার পরিচয় দিয়ে রুবি বেগমকে জোর করে দেহ ব্যবসা

করতে বাধ্য করছে মিজানুর রহমান দাবী রুবির স্বামী মামুনের সোহানুর রহমান রাকিব ক্রাইম রিপোর্টারঃ ঝালকাঠি জেলার নলছিটি নানাধীন মোঃ মামুন মল্লিকের বউ রুবিকে দিয়ে দিনের পর দিন করাচ্ছে দেহ ব্যবসা মামুনের দাবী তার ৯/০৩/২০০৯ ইং বৃহস্পতিবার তাদের বিবাহ হয় বিবাহের সময় আমার শশুরের নাম দিয়েছিল মিজানুর রহমান মল্লিকপুর থানা নলছিটি জেলা ঝালকাঠি কিন্তু আমার বউ রুবিকে ডিবোস কালে পিতার নাম দিয়েছে আঃরশিদ হাওলাদার গ্রামঃ মল্লিকপুর থানা নলছিটি জেলা ঝালকাঠি প্রশ্নমতে আমাদের এখনো ডিবোস হয়নি কিন্ত আমার বউ রুবিকে দিয়ে করাচ্ছে দেহ ব্যবসা মিজানুর রহমান ও সবুজ এরা নলছিটি থানায় বাড়ি পরে বিষয়টি আমি নলছিটি থানায় অভিযোগ করলে থানার ভারপ্রাপ্ত ওসি হালিম চৌধুরী বলেন আমরা ব্যবস্থা নিব কিন্তু এ পযন্ত কোনো সমাধান না পেয়ে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পএিকার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আমাকে আইনি সহযোগিতার মাধ্যমে আমার বউ রুবিকে উদ্ধার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে ও নলছিটি থানায় অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আবেদন সুএঃদৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পএিকার ২৬/১২/২০ ইং

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *