অর্ধলক্ষ টাকা জরিমানা রূপসায় রেলওয়ে কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালত পরিচালনা

বিষেশ প্রতিনিধি:ইমরান হোসেন। ০১৭২২০৩৯৬৫২

রূপসা উপজেলার পূর্ব রূপসা পুরাতন রেল স্টেশন এলাকায় অবৈধ ভাবে দখলদারদের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেছে। ২৮ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগীয় কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নুরুজ্জামান এবং উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। এ সময় ভ্রাম্যমান আদালত অবৈধ ভাবে দখলদারদের কাছ থেকে প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। জানাগেছে, পূর্ব রূপসা থেকে বাগেরহাট পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ হওয়ার পরে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় এলাকার কতিপয় প্রভাবশালী মহল জায়গা দখল করে ইটের গোলা, বাড়ি নির্মান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা তৈরী করে লক্ষ লক্ষ টাকা আদায় করছিল। এ ফলশ্রæতিতে গতকাল এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত অবৈধ ভাবে রেলের জায়গায় ইট এবং খোয়ার ব্যবসা করার অপরাধে সেলিম মোল্লাকে ১০ হাজার টাকা, লিপন কে ১০ হাজার টাকা, আ: সালেক কে ৫ হাজার টাকা সহ মোট অর্ধলক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন এবং অবৈধ ভাবে নির্মিত দোকানদার হুমায়ুন ও মিলনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। তাছাড়া ভ্রাম্যমান আদালত অবৈধ দখলদের বাড়ীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল সহ শত শত জনগন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত এ সময় বৈধ্য ভাবে রেল কর্তৃপক্ষে কাছ থেকে বন্দোবস্ত সংগ্রহের জন্য ১৫ দিনের সময় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *