
ভারত থেকে মনোয়ার ইমাম।এর ঝাড়খণ্ড পাটির নেতা ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ডাক দিয়েছে হোবার্ট ইউনিভার্সিটি।আদি বাসি ও জঙ্গল মহলের জনজাতি উন্নয়ন সাফল্য এবং নিজের ঝাড়খণ্ড রাজ্যে উন্নয়ন কেমন করে করেছে।তা কথা শোনার জন্য আমেরিকা র হোবার্ট ইউনিভার্সিটি তে ইন্ডিয়ান ইসটুডেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন এর ডাকে বক্তব্য রাখতে যাবেন আগামী 18,ই ফেব্রুয়ারি মাসে।এটি ভারতের কাছে বাড়তি পাওনা। সম্মান এর দিক দিয়ে ভারত অন্যান্য রাজ্যে থেকে উন্নয়ন দিক এগিয়ে এসেছেন ঝাড়খণ্ড এর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার রাজ্যে জনজাতি ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নয়নে সবাই কে টপকে গিয়েছে। তার মুখে এই উন্নয়ন ব্যাখ্যা শোনার জন্য আমেরিকা র হোবার্ট ইউনিভার্সিটি ছাত্র তাকিয়ে আছে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।