চেকপোস্ট পত্রিকার সম্পাদক শেখ বেলাল এর পিতা ডাঃ মাও শেখ মুখলেছুর রহমান জিহাদী অার নেই।

এইচ অার রুবেল :
চেকপোস্ট পত্রিকার সম্পাদক শেখ শাহাউর রহমান বেলাল এর পিতা ডাঃ শেখ মুখলেছুর রহমান জিহাদী অার নেই,গত কাল পহেলা জানুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত অানুমানিক ১১:৩০মিনিটের সময়
ইন্তেকাল করেছেন,তিনি ছিলেন খুবই ধার্মীক পরিবারের সন্তান ও ধার্মীক প্রাণের একজন মানুষ তার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই তার পরিবার পরিজন সহ বিভিন্ন জন তার জন্য দোয়া করেন, যেনো মহান অাল্লাহ্ তাকে পরকালে জান্নতবাসী করেন।

চেকপোস্ট পত্রিকার সম্পাদক শেখ বেলাল এর পিতা ডাঃ শেখ মুখলেছুর রহমান জিহাদীর মৃত্যুর কথা শুনে ইডাফ জাতীয় মানবাধিকার সংস্থা,এশিয়ান জার্নালিষ্ট চ্যারিটেবল সোসাইটি,দৈনিক গণমূল্যায়ন পত্রিকা,দৈনিক প্রতিক্ষণ বার্তা পত্রিকা,সহ সামাজিক সংগঠনের কর্মীরা, ও সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ বলেন, মহান অাল্লাহ যেন মর্হুম ডাঃ শেখ মুখলেছুর রহমান জিহাদীর জান্নাতবাসী করেন তাই তিনি সকলের কাছে দোয়া চান।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *