
____________________________
মাঈনউদ্দীন মিন্টু দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ নোয়াখালী জেলা প্রতিনিধিঃ-
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌরসভার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বসুরহাট পৌরসভা বি এন পি-র বিপ্লবি সম্মানিত সাধারণ সম্পাদক
অাবদুল্লাহ অাল মামুন ভাইয়ের ‘মা’শাররিক ভাবে অসুস্থ তিনি চিকিৎসাধিন অাবস্হায় ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে অাই, সি, ইউতে অাছেন।
মামুন ভাইয়ের মা অামার শ্রদ্বেহ শিক্ষক মরহুম অাবদুল হালিম স্যারের সহধর্মিণী। অামি দৈনিক বাংলাদেশ একাত্তর সংবাদ পরিবারের পক্ষ থেকে এই, মায়ের জন্য দোয়া করছি।অাল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন অামিন।