মাঃসোয়াইব হোসেন কে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ সম্পাদক করায় যশোরে সংবর্ধনা

আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার সেক্রেটারি মাওলানা শোয়াইব হোসেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ইশা ছাত্র আন্দোলন যশোর জেলার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ ৩ জানুয়ারী’২১ইং, রবিবার, সকাল ১১ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরে জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা শোয়াইব হোসেন কে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায়
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আওয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মাদ নাকিবুল হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ওসামা বিন কামাল, যশোর সদর থানার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজী প্রমুখ।

এছাড়াও মনিরামপুর উপজেলার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরাও সকালে মাওলানা সোয়াইব হোসেন কে শুভেচ্ছা অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক হাতপাখার এমপি প্রার্থী আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, মনিরামপুর পৌর মেয়র প্রার্থী মোঃ আবু তালেব, কাউন্সিলর প্রার্থী ফারুখ হোসেন, মফিজুর রহমান, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *