
স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ ইকবাল মোরশেদ।
তার মৃত্যুর পুর্বে নিজের আইডি থেকে বড় আকুতি করে কিছু লেখা লিখে ছিল যহার কিছু অংস দেয়া হল,
হায়রে নিয়তি সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়..কিন্তু অসময়ে হায়… হায়.. কেউ কারো নয়..
বাড়িতে বাজারে কত বন্ধু বান্দবের সাথে..কত আড্ডা দিয়েছি কত জনের কত উপকার করেছি.. আজ থেকে ১৫- দিন বাড়তে খুবই অসুস্থ ছিলাম…
বিছানা থেকেই উতঠেই পারতাম না.. কথা ও..বলতে পারতামা না..এপজন্ত আমার কতজন শুভাকাঙ্ক্ষী দেখা তো দূরের কথা,
একটু দেখেতে আসলোনা একটা ফোন ও দেয়নাই… হায়রে বন্ধুবান্ধব? এটাই তার শেষ লেখা।