সাধারন জনতার মাঝে নবাগত জেলা প্রশাসকের মাক্স ও হেন্ডসেনিটাইজার বিতরন।

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

করোনা ভাইরাস থেকে রক্ষায় বিনামূল্যে দুই হাজার মাস্ক ও হ্যান্ড সানিটাইজার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সদররোডে পথচারী ও রিক্সা-ভ্যান চালকদের মাঝে মাস্ক ও হ্যান্ড সানিটাইজার বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। মাস্ক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশি^ক মহামারি করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে সচেতণ করার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রেখে কাজ করে যাচ্ছেন। বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে তাই সকলকে সচেতন হয়ে চলা ফেরা করার পাশাপাশি নিয়মিত মাস্ক ও হ্যান্ড সানিটাইজার ব্যবহার করতে হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, রাজিব আহমেদ, সহকারী কমিশনার শুব্রত কুমার দাস প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *