শ্রীমঙ্গল উপজেলার সামগ্রিক উন্নয়ন সভা অনুষ্ঠিত।

মোঃ নাছির আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার(৯ জানুয়ারি)দুপুর ১২ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়াম শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে,শ্রীমঙ্গল উপজেলার সামগ্রিক উন্নয়নে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সাংসদ,সভাপতি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ডা.আব্দুস শহীদ এম পি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেলালুদ্দীন আহমেদ সিনিয়র সচিব,স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর নাহিদ আহসান জেলা প্রশাসক মৌলভীবাজার,মিছবাহুর রহমান চেয়ারম্যান জেলা পরিষদ মৌলভীবাজার, খোদেজা খাতুন প্রধান নির্বাহী জেলা পরিষদ মৌলভীবাজার,মোঃ জাকারিয়া পুলিশ সুপার মৌলভীবাজার, প্রেম সাগর হাজরা শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান( ভারপ্রাপ্ত), মহসিন মিয়া মধু মেয়র শ্রীমঙ্গল পৌরসভা,অর্ধেন্দু দেব বেভুল সভাপতি শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ,শহীদ হোসেন ইকবাল সাধারন সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৩নং শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলার সামগ্রিক চিত্র উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *