
মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১২ জানুয়ারী মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুরে ছাত্রদলের উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম ও আবুল বাশারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে অংশ নেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান অটল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন, ছাত্রদল নেতা শাম্বু, আবু বক্কর তোফাজ্জল, মনির, পায়েল, নাদিম ইসলাম,বাবু, রানা, নাজিবুল, নাহিদ, সুমন, ফরহাদ, সাব্বির,আহাদ, সৈকত, জীবন প্রমুখ।