
বিশেষ প্রতিনিধি-
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলকে হারিয়ে বিএনপিদলীয় প্রার্থী সাবির আহমেদ চৌধুরী জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৭৪৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের জামাতা গোলাম রসুল চৌধুরী রাহেল পেয়েছেন ৫ হাজার ৪৮৫ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন পেয়েছেন ২ হাজার ৬১৯ ভোট।