
মোঃ নাছির অাহমেদ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মহা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ (১৮ জানুয়ারি) সোমবার সকাল ১২ ঘটিকার সময় সেন্ট্রাল রোডে অবস্থিত সৈয়দ ম্যানশন এর তৃতীয় তলায় শুভ উদ্বোধন হলো স্টুডিও আলিফ রেকর্ডস। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মিলাদ মাহফিল এর মাধ্যমে শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী সাহেব শুভ উদ্বোধন করেন।তালকিন শিল্পী গুষ্টির প্রধান উপদেষ্টা শামসুদ্দুহা খাঁন আবুবক্কর বলেন আগে আমরা রেকর্ডিং এর জন্য ঢাকায় যেতে হতো অনেক কষ্ট ও দুর্দশা পোহাতে হতো এখন শ্রীমঙ্গলে আলিফ রেকর্ড স্টুডিও উদ্বোধন হওয়ায় আমাদের আর কষ্ট হবেনা। এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা কাজী নাসির উদ্দিন সাহেব,
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য ও দৈনিক জবাবদিহি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীম ,শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য ও সাংবাদিক ও মানবাধিকার কর্মী,তালকিন শিল্পী গুষ্টির উপদেষ্টা আমজাদ হোসেন বাচ্চু, ইডাফ মানবাধিকার সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম সবুজ, এশিয়ান জার্নালিস্ট চেরিটেবল সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ নাছির আহমেদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ আব্দুল মমিন ,শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম সানি ,আব্দুল্লাহ আল মামুন ,মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা আহমেদ নিয়াজ প্রমুখ।