
৬৪জেলা সাংবাদিক পাউন্ডেশন
ঢাকা শাহবাগ থানাধীন, পিজি হাসপাতালের সামনে পুলিশ কে চাঁদা দিতে দেরি করায় সাধারণ একজন
ছোলা বুট বিক্রেতার সাথে অমানবিক আচরণ।
যা সম্পূর্ণ মানবাধিকার লংঘন, উক্ত ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন 64 জেলা সাংবাদিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন সাহেব, এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান আতিকুর রহমান ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব । তারা আরো বলেন,
যারা এই গরিব লোকদের কাছ থেকে টাকা
নেয় তাদের বলবো এসব না করে সরাসরি
ভিক্ষা করা শুরু করুন,
এরকম চাঁদা নামক ভিক্ষা করে অসহায়
মানুষের কষ্টো দিলে,
নিজের পোলাপান এমন পংগু হবে সারা জীবন
ভিক্ষা করেই খাওয়া লাগবে।