
পাবনা জেলা স্টাফ রিপোর্টার
মোঃবাছেদ হোসেন শান্ত
পাখি ও বন্যপ্রাণী, পরিবেশ ও প্রতিবেশের এক অপরিহার্য অংশ। পাখি পরিবেশের বন্ধু, কিন্তু মানুষ তার সাথে বন্ধুসুলভ আচরণ করছে না। বিনা কারণে মানুষ প্রকৃতির এই বন্ধুকে হত্যা করে চলেছে।
বিশেষ করে শীতের মৌসুমে বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি আমাদের এই বাংলাদেশে নানা কারণে আগমন করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীব বৈচিত্রে এক অনন্য অবদান রাখছে। কিন্তু মানুষের অজ্ঞতা ও নির্মমতার জন্য প্রকৃতি থেকে দিন দিন পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একদল উদ্যমী যুবক অবিরত কাজ করে যাচ্ছে। পাবনা জেলার, সুজানগর উপজেলায় প্রকৃতি ও দেশপ্রেমের অনুভূতি নিয়ে গড়ে উঠেছে “এসো দেশকে ভালোবাসি” Let’s Love the Country( LLC ) নামক সংগঠন । সংগঠনের সদস্যরা বিভিন্ন সামাজিক সমস্যা ছাড়াও প্রকৃতি ও পাখি সংরক্ষণে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠাতা গতকাল ১৭/০১/২০২১ ইং ঢাকাস্থ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU)পরিচালক জনাব এ. এস. এম জহির আকন বরাবর পাখি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য দরখাস্ত পত্র দেন। উল্লেখ্য অত্র সংগঠনের পক্ষ থেকে একই বিষয়ে ইতিপূর্বেও প্রশাসনের বিভিন্ন মহলে দরখাস্ত পত্র প্রেরণ করা হয়। সংগঠনের সদস্যদের সাথে আলোচনা করলে তারা জানান প্রকৃতি, দেশ ও সমাজের উপকারে তারা অঙ্গীকারাবদ্ধ। তাই পাখি শিকার রোধ কল্পে তারা বিভিন্ন গ্রামগঞ্জ-হাটবাজার এবং মসজিদ-মন্দিরে সচেতনামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করেন । এ সময় সংগঠনটির উদ্যোক্তা মোঃরবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃবাসেদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান, সদস্য মোঃ আমিরুল ইসলাম, সদস্য মোঃ সালাউদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।