
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কেন্দ্রভিত্তিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আউলিয়াবাদ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন।
কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ,খ,ম করম আলী,যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন আজাদ, কার্যকরী সদস্য স্বপন খান, আসাদুজ্জামান সেলিম,নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, উপেজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বশির আহমেদ, ডিএম সুরুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাঈফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোনায়েম হোসেন ইমনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। সভাশেষে ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।