দোহারে হাতি দিয়ে চাঁদাবাজি

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার বাঁশতলা থেকে কার্তিকপুর প্রধান সড়কে রবিবার (২৭ আগষ্ট) দুপুরে দিন-দুপুরে প্রকাশ্য হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। টাকা না পাওয়া পর্যন্ত পথচারিসহ কোন প্রকার যানবাহনই ছাড় পাচ্ছেন না এ চাঁদাবাজির হাত থেকে। যেন দেখার বা ধরাছুয়ার কেউ নেই। এতে পথচারিসহ যানবাহনে চলাচলকারী শিশু ও বয়স্করা রয়েছেন চরম আতঙ্কে।

অটোচালক মোঃ লাভলু বলেন, দিনদুপুরে এভাবে হাতি দিয়ে চাঁদাবাজি করছে। গাড়িতে থাকা শিশুসহ বয়স্করা ভয়ে আতকে উঠে। মাঝে মাঝেই দেখি এভাবে হাতি দিয়ে চাঁদাবাজি করা হয় এই রাস্তায়। এ থেকে পরিত্রাণ পাওয়া অতি জুরুরি।

উল্লেখ, গত তিন মাস আগে হাতি দিয়ে চাঁদাবাজি করার সময় টাকা না পাওয়ায় উপজেলার দোহার বাজারের মোড়ে এক বয়স্ক দম্পতিকে হাতি দিয়ে আক্রমন করে আহত করা হয়েছিল। পরে তাদের উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করানো হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের জুরুরি ভাবে হস্তক্ষেপ কামনা করছেন পথচারীসহ যানবাহনের চালকরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *