ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ মেলা

মোঃ সুমন.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগরে সামাজিক সংগঠণ ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব বিগত ২৯ সেপ্টেম্বের ২০১৮ থেকে ৫বছর যাবৎ মুমূর্ষু রোগিদের স্বেচ্ছায় রক্ত দান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, দরিদ্র ও অসহায় মানুষদের মাধ্যে কম্বোল বিতরণ ও রক্তের গ্রুপ নিয়র্ণ ক্যাম্প করে আসছে। প্রায় ৫শতাধীক সদস্য ও প্রায় ৮শতাধীক রক্ত দাতাদের এই সংগঠণের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মেলার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনন্দ মেলার অনুষ্ঠান শুরু করা হয়। অনষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আলীম, সংগঠণের
উপদেষ্টা মাহমুদুল হাসান পনিরের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, চেয়ারম্যান, বক্সনগর ইউনিয়ন পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানা আক্তার, মোঃ মাসুুদ রানা, সাহিনুর আলম, বেলায়েত হোসেন স্বাধীন, রুমেল জিয়া, ডাঃ মনির আহমেদ, নারায়ণ মন্ডল, মোঃ সাকিত হোসেন, ইমরানুল আনোয়ার শুভ, সাইদ হোসেন। অতিথিদের ব্যাজ প্রদান করা হয়।
ইয়ুথ ব্লাড ডোনাস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে রক্ত দান, রক্ত দানে সহযোগিতা ও সংগঠন এগিয়ে নিতে বিশেষ অবদানের জন্য আব্দুল ওয়াদুদ মিয়া, আব্দুল আলীম, সাগর সিদ্ধা, কাজী আদিত, রানা আহম্মেদ, জাহীদ হাসান, সুমাইয়া, নিশু, মোঃ সুমন ও পনির-কে মোঃ সাজিদ হোসেন, সভাপতি, ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরও উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি সাজিদ হোসেন, সহ সভাপতি আবু তালেব কিরন, সহ সভাপতি ফয়সাল আহমেদ তপন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পনির, সাংগঠনিক সম্পাদক ইমন ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য আশিক, ফয়সাল, সুমাইয়া ইসলাম নীলা, সেলিনা কাওসার, কানিজ আক্তার, সমর, শুভন শিকদার, রিমন দাস, আফ্রিদি ইসলাম সহ ইয়ুথ ব্লাড ডোনাস ক্লাবের সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *