
দোহার (ঢাকা) প্রতিনিধি..
ঢাকার দোহারের পদ্মা নদী থেকে গভীর রাতে জেলেদের নৌকা থেকে ১৩ কেজি ওজনের পাঙ্গাস মাছ ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৫ অক্টোবর দিবাগত রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকারে যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য সাদ্দাম হোসেন ও ইউনিয়নের সাবেক যুবদল নেতা আবুল খায়ের । এসময় পদ্মায় জেলেদের নৌকায় আনুমানিক ১৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন নৌকায় থাকা জেলেরা। বিষয়টি সকালে জানাজানি হলে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।
নৌকায় থাকা রিপন নামে এক জেলে অভিযোগ করেন, সাদ্দাম ও খায়ের তাদের ভয়ভিতি দেখিয়ে মাছ নিয়ে নেয়। এসময় আরও অন্য জেলেদের এবিষয়ে কিছু বলতে নিষেধ করেন তারা।
এদিকে উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ এবিষয়ে আলোচনা হলে নিষেধাজ্ঞা চলাকালীন আবার মাছ শিকারে গেলে ইউপি সদস্য সাদ্দাম ও আবুল খায়েরকে গ্রেফতারের নির্দেশ দেয় উপজেলা ও থানা প্রশাসন।
কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.জহিরুল ইসলাম জানান, আমরা এমন একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ইউপি সদস্য সাদ্দাম ও আবুল খায়েরকে পদ্মার পারে পাই। ততক্ষণে জেলেদের কাছ থেকে নেয়া মাছ সরিয়ে ফেলেন তারা। পরদিন সকালে বিষয়টি সমাধান হয়েছে বলে জানান তিনি। ফাঁড়ির ইনচার্জ বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন আবার মাছ শিকারে গেলে তাদের দুজনকে গ্রেফতার করা হবে।
এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, আমরা মাছ ছিনিয়ে নেইনি। জেলেরা আমাদের চলে যেতে বলেছে,আমি বলেছি আমাদের কিছু করতে,তখন মাছ দিয়ে দিয়েছে।
আবুল খায়ের বলেন,আমরা ফাঁড়ির পুলিশের অনুমতি নিয়ে মাছ শিকারে গিয়েছি। জেলেরা আমাদের এমনিই একটি পাঙ্গাস মাছ দিয়েছে।
এব্যাপরে জানতে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর কাছে জানতে তার মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।