ঢাকা -২ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমানের নির্বাচন বর্জনের ঘোষণা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকা- ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার হাবিবুর রহমানের নির্বাচন বর্জনের ঘোষণা করেছেন। নির্বাচনের জাল ভোট দেওয়া, তার এজেন্টদের মারধোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে আজ বিকেল তিনটায় নবাবচরে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি এ সময় তার নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হতাশ হবেন না। আপনারা আগেও যেমন আমাকে সমর্থন দিয়ে মাঠে ছিলেন এবং ভবিষ্যতেও তেমনি থাকবেন। আমি আপনাদের ভালোবাসা কখনো ভুলবো না। তিনি আরো বলেন,তার নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচর, সাভারের ভাকুর্তা, আমিনবাজার, তেঁতুলঝরা এলাকায় প্রতিটি ভোটকেন্দ্রে তার নির্বাচনী এজেন্টদের মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ নৌকা মার্কায় জাল ভোট দেওয়া হয়েছে। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানার ইউনিয়নের ভোট কেন্দ্রেও তার এজেন্টদের মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তাকেও ব্যস্ত ন্যস্ত করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এই সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদুল হক শাহিদ, সাইমন চৌধুরী রিয়াজ আহমেদ এবং সামাদ খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *