
কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রাসেডিয়াম সদস্য ও ঢাকা- ২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন নির্বাচনেরআমার পাঁচ বছর পর আবার নির্বাচন হবে৷ পাঁচ বছরের আগে আর নির্বাচনের সুযোগ নেই৷ তিনি আজ মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগ আয়োজিত ঘাটারচরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷
এ সময় কামরুল ইসলাম আর বলেন, বিএনপি নির্বাচনের ট্রেন মিস করেছে৷ তারা এখন নতুন করে আবার নিবাচন চায়৷ পাঁচ বছর পর আবার নির্বাচন হবে সে পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে৷ বিএনপি এখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে৷ বিএনপিকে বলতে চাই দেশে কোন অগ্নি সন্ত্রাসের চেষ্টা করলে জনগনকে সাথে নিয়ে তা মোকাবেলা করা হবে৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সভাপতি, ইউসুফ আলী চৌধুরী সেলিম, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, হাজী হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, হাজী আলতাফ হোসেন বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি, শফিউল আযম খান বারকু, যুগ্ম সাধারণ সম্পাদক, মনির হোসেন প্রমুখ৷