
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে প্রতিবেশী উৎসবের আয়োজন করা হয়েছে। রোববার সকাল থেকে দিনব্যাপী আয়োজনে অংশ নেয় ব্যাংকটির গ্রাহক, স্থানীয় ব্যাবসায়ী ও সুধীজনরা। উৎসবটি উপলক্ষে ব্যাংক কতৃপক্ষের আয়োজন ছিলো চোখে পরার মত। ভেতরে প্রবেশ করতেই চোখে পরে দেশীয় সংস্কৃতির বিভিন্ন প্রদর্শনী। এছাড়া ছিলো দেশীয় নানা ধরনের পিঠার আয়োজন।
দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে সারাদেশে ১৪শ’ শাখায় এমন ব্যতিক্রম আয়োজন করা হয়েছে বলে জানান আইএফআইসি ব্যাংকের নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক দেবদাস দত্ত্ব।
প্রতিবেশী উৎসবে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের সি,এস,এম – এস,এম আশিকুজ্জামান, এল,পি, এমও-আবুল আলম, সেল্স এন্ড মার্কেটিং অফিসার তুহিন মাহমুদ, টি,এসও কাজী জিয়াদ, সাজিয়া আফরিন, ইমামুল এহসান, মো.রাকিব আহমেদসহ ব্যাংকটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।