
কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি হারুন খা (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-১০। তার বাবার নাম রুস্তম খা। বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার যৌতা গ্রামে। বৃহস্পতিবার বিকেলে র্যাব-১০ এর প্রেস মিডিয়া থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার গভীর রাতে তাদের একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি হারুন খাকে গ্রেফতার করা হয়। শরীয়তপুর জেলার জাজিরা থানার একটি মামলায় হারুন খার পাঁচ বছরের সাজা হয়। এ দীর্ঘদিন সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।