
নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে সম্মেলনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন খান ও সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল রহমান রবিনের নাম ঘোষণা করা হয়। শীঘ্রই পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। উদ্বোধক ছিলেন উপেজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বাশার চোকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম। এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে আরও শক্তিশালী করতে সকলে একসাথে কাজ করার অঙ্গিকার করেন।
ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন,বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, প্রয়াত নির্মল রঞ্জন গুহ এর সহ ধর্মিনী আলো রানী গুহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদ মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠণের নেতা কর্মীরা।