
দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে জামিয়া নুরুন নাহার বালিকা মাদরাসা ও এতিম খানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আলেম ওলামা, পীর মাশায়েখ ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কয়েকশত লোক অংশগ্রহণ করেন।
শনিবার বিকেলে মানিকগঞ্জ শহরের বেউথা পানির ট্যাংকি সংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল। তিনি মাদরাসা পরিচালকদের ধন্যবাদ জানিয়ে পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, তিনি বলেন জামিয়া নুরুন নাহার বালিকা মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকেই ইসলাম প্রচার, প্রসার ও মহিলাদের দ্বীনি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি ইসলামে দানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নবী সঃ বলেছেল কাউকে দান করলে জোড়া দান করেতে হয়। যেমন কাউকে চাউল দিলে সাথে ডাউল, লুঙ্গি দিলে সাথে গেঞ্জিও দিতে হয়। এটা দানে পরিপূর্ণতা আনে। রোজার গুরুত্ব নিয়ে তিনি বলেন, রোজাদারদের জন্য সুখবর হলো তারা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা শাখার মাস্টার ট্রেইনার মুফতি মোহাম্মদ আশরাফুল আলম, ঢাকার শামসুল উলুম মাদরাসার মুহতামিম, হাফেজ মাওলানা ক্বারী খাইরুল ইসলাম, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় মানিকগঞ্জের বিভিন্ন মাদরাসা ও
মসজিদের ইমাম, খতিব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাহাদুরপুর মঞ্জিলের প্রধান খলিফা মাওলানা নুরুল ইসলাম ফরায়েজি।