
দোহার প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় মো.আহাদ (১৪) নামে স্কুলশিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ ) বিকেল ৪টার দিকে ঢাকার দোহার উপজেলার বৌ-বাজার টানা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ উপজেলার কাঠালীঘাটা খালপাড় সাঊেশ ইউপি সদস্য মো.বাবু ও রুজিনা দম্পতির ছেলে। আহাদ লির্বাটি ইন্টারন্যাশনাল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র।
সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বৌ-বাজার টানা ব্রিজ সংলগ্ন রহিম কফিশপ এলাকায় মোটরসাইকেলে যওয়ার পথে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে রাস্তা থেকে ছিটকে পড়ে যায় আহাদ । এ সময় ভ্যানে থাকা মালামালের সাথে মাথায় প্রচ- আঘাতপ্রাপ্ত হয়। পরে আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকা হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় আহাদের মৃত্যু হয়। পরে রাত ১০ টায় তাদের নিজ বাড়িতে জানাযা দিয়ে খালপাড় কবরস্থানে দাফন সম্পুর্ণ করা হয়। এ ব্যাপারে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ বলেন, দূর্ঘটনায় কোন অভিযোগ পাইনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।