চৌহালীতে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

চৌহালীতে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: “বিজ্ঞানের মাঝে গণিতের বাস গণিত-বিজ্ঞানে হোক মেধা বিকাশ” এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে অনুষ্ঠিত হয়ে গেলো বিজ্ঞান ও গণিত আলিম্পিয়াড। শনিবার (১৩ এপ্রিল ) সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন ছাত্র সমাজের আয়োজনে দিনব্যাপী প্রতিযোগিতায় চৌহালী উপজেলার ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৮ম ও (৯ম থেকে ১০ শ্রেণি) ২টি ক্যাটাগরিতে ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও জাতীয় পরিসরে তাদের প্রতিভাকে তুলে ধরতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে এছাড়াও বিজ্ঞানভিত্তিক জাতি গঠনে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

সচেতন ছাত্র সমাজের সভাপতি মাফিদুল ইসলাম জয়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দিন, গ্যাস মিটারিং স্টেশন প্রজেক্ট পুনর্বাসন প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. আব্দুল মোমেন,বিআরডিবি’র উপ-পরিচালক মো. আলমগীর হোসেন আল নেওয়াজ , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহবুবুল ইসলাম,তুলা উন্নয়ন বোর্ডের বিজ উৎপাদন বিশেষজ্ঞ ও কর্মসূচি পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান, চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত পিপিএম,বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা, সচেতন ছাত্র সমাজের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ নয়ন, সিনিয়ার উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু দাউদ খোকন, সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাহ্হার সিদ্দিকী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাহ মোহাম্মদ সেলিম রেজা চৌধুরী প্রমূখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদে মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে ২০ জনকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী ৫ শতাধিক শিক্ষার্থীকে সার্টিফিকেট, টি শার্ট, বই সহ শিক্ষা সামগ্রী দেওয়া হয়। এছাড়াও ডক্টরেট ডিগ্রী অর্জনকারী, বিসিএস এ উত্তীর্ণ ও এলাকার বিশিষ্টজনদেরকেও সংবর্ধনা দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *