
মোঃ সুমন, স্টাফ রির্পোটার: একজন সফল কর্মকর্তা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির -২ এর অধিনে কর্মরত সিনিয়র এজিএমে সালাউদ্দিন একজন দক্ষ মানুষ সমিতি -২ দোহার নবাবগঞ্জ উপজেলার পল্লি বিদ্যুৎ এর অধিনে বান্দুরা জোনাল এ এজিএম এর দায়ীত্ব পালন কর্মকর্তা।
সারাদেশে পল্লী বিদ্যুৎ এর ৪০ হাজার কর্মকর্তা কর্মচারীর চলমান কর্মবিরতি আন্দোলনে দোহার নবাবগঞ্জে নেতৃত্ব দেওয়ায় তাহাকে স্যান্ড রিলিজ করা হয়। ইতোমধ্যে সরকার মন্ত্রণালয়ের সাথে এক সমঝোতা চুক্তি হয়।
পাশাপাশি এজিএম সালাউদ্দিনকে তার চাকরিতে ফিরিয়ে আনতে বাদ্য করান ৪০ হাজার কর্মকর্তা।
এজিএম সালাউদ্দিনকে সংবর্ধনা দিয়ে বুকে তুলে নেন দোহার নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা আমি এই সফলতা ও তীক্ষ্ণ বুদ্ধিমতা এবং আন্দোলনে নৈপুণ্যতা দেখানোর জন্য স্পেশাল অভিনন্দন + ও ধন্যবাদ জানাই শুভ কামনা রইলো এজিএম সালাউদ্দিন সাহেবের প্রতি।