দোহারে পরিবহন সার্ভিস উন্নত করার দাবি

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের পরিবহন সার্ভিস উন্নত করার দাবি করেছেন যানবাহন যাত্রীরা। শনিবার বিকেলে উপজেলার চরকুশাই এলাকায় ভাগ্যকুল পরিবহন লিমিটেডের আয়োজনে আরাম পরিবহনের নিজস্ব জমিতে কার্যক্রম শুরুর এক অনুষ্ঠানে জনগনের পক্ষে এ দাবি জানান জানান জনপ্রতিনিধিরা। বক্তারা বলেন বিগত ২৪ বছরেও দোহারের পরিবহন সার্ভিস কোন উন্নতি করতে সক্ষম হয়নি। এছাড়া যাত্রী হয়রানীর নানা অভিযোগ পাওয়া গেছে। হয়রানি বন্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানান তারা। এসময় কোম্পানির পরিচালকরা এসকল দাবি মেনে আরও উন্নত সার্ভিস দেয়ার অঙ্গিকার করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন,দোহার পৌর মেয়র মো.আলমাস উদ্দিন, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিসয়ক সম্পাদক শেখ সালাহ্ উদ্দিন, দোহার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন, ভাগ্যকুল পরিবহন লিমিটেডের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাদলসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *