অবনীন্দ্র সভাঘরে,‌ কবি সাতকর্ণী ঘোষের গ্রন্থ প্রকাশিত হলো… এই তুমি সমগ্র জীবন

অবনীন্দ্র সভাঘরে,‌ কবি সাতকর্ণী ঘোষের গ্রন্থ প্রকাশিত হলো... এই তুমি সমগ্র জীবন

ঢাকার নবাবগঞ্জের গালিমপুর বাজারে অভিযান চালিয়ে প্রথমে গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ী সুজনকে। পরে তার দেওয়ার তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আরেক ব্যবসায়ী রাজেশকে। এসময় উদ্ধার করা হয় ৫৫ পিচ ইয়াবা।

গ্রেপ্তারকৃত রাজেশ উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের সেলিম মিয়ার ছেলে ও সুজন চুড়াইন ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের আমজাদ মাস্টারের ছেলে। রাজেশ গালিমপুর ইউনিয়নের যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিবার গালিমপুর বাজারের হাজী বিরিয়ানি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে এসআই আমিরুল ইসলাম ও এএসআই মেহেদী হাসান ফোর্স সহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুজনকে ৫৫ পিচ ইয়াবা সহ হাতেনাতে আটক করেন। পরে সুজনকে জিজ্ঞাসাবাদে সে জানায় ইয়াবা সে রাজেশের কাছ থেকে এনেছে। পরে রাজেশকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *