শতাধিক উদ্যোক্তা নিয়ে সফল ভাবে অনুষ্ঠিত হলো দোহার তরুণ উদ্যোক্তা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

দোহারের একটি রেষ্টুরেন্টে মো: বাহালুল মোল্ল’র সভাপতিত্বে ও যুবায়ের আহমাদ সাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাব ইউথ ফোরাম এর সভাপতি মোহাম্মদ রাকিব হাসান ও সহ-সভাপতি মো: হুমায়ুন কবির সহ স্টেটফাস্ট কুরিয়ারের পরিচালক বৃন্দরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার তরুণ উদ্যোক্তার পরিচালক- সোহাগ হোসাইন আব্দুল হান্নান, হাসান মাহমুদ, ওমর আলী, মালিহা সুলতানা মিম, ফারজানা জহিরুল জুসনা, রিয়া মনি।

উক্ত অনুষ্ঠানে মো: বাহালুল মোল্লা কে ই-ক্যাপ ইউথ ফোরামের দোহার নবাবগঞ্জ ও শ্রীনগর জুনের অ্যাম্বাসেডর করে টিম ঘোষণা করেন ই-ক্যাপ ইউথ ফোরামের সভাপতি মোহাম্মদ রাকিব হাসান।

খুব শীঘ্রই দোহার, নবাবগঞ্জ ও শ্রীনগর জোনের পুর্নাঙ্গ টিম ঘোষণা করবেন দোহার, নবাবগঞ্জ ও শ্রীনগর জুনের অ্যাম্বাসেডর ও দোহার তরুণ উদ্যোক্তার প্রতিষ্ঠাতা ও মো: বাহালুল মোল্লা।

অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জ ও শ্রীনগরের উদ্যোক্তাদের প্রতিটি পন্য কুরিয়াদের মাধ্যমে ডোর টু ডোর ডেলিভারি ও পিকআপ নিশ্চিত সহ সেবার মান উন্নয়ন বিষয়ক আলোচনা হয় স্টেডফাস্ট কুরিয়ারের সাথে।

এছাড়াও অনুষ্ঠানে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তরুণ উদ্যোক্তারা।

দোহার, নবাবগঞ্জ ও শ্রীনগরের গন্ডি পেরিয়ে বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দোহার তরুণ উদ্যোক্তার উদ্যোক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *