
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে বিভিন্ন অনিয়মের অভিযোগে বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগমকে অপনারণের দবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ শেষে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে নির্বার্হী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে পূনরায় মিছিল নিয়ে জয়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় এসে মিছিলটি শেষ হয়। শিক্ষার্থীরা জানান, এই কুলসুম বেগম বিদ্যালয়ে ব্যবক অনিয়ম করেছেন। এছাড়া তার স্বেচ্ছাচারিতা ও অসদাচরণে সবাই অতিষ্ঠ। অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ে গেলে অভিযুক্ত কুলসুম বেগমকে পাওয়া যায়নি।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি আমলে নেয়া হয়েছে। খুব দ্রুত অভিযুক্ত কুলসুম বেগম ও অন্যান্য শিক্ষকদের নিয়ে আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।