খালেদা জিয়ার রোগমুক্তি ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোহারে দোয়া ও আলোচনা সভা

দোহার (ঢাকা) সংবাদদাতা.
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনায় ঢাকার দোহারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুতারপাড়া এলাকায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। এসময় আওয়ামী লীগ সরকারের নৈরাজ্যের ঘটনা তুলে ধরে বক্তারা বলেন, বিগত সরকার দেশটাতে একটি জেলখানায় পরিনত করে রেখেছিলো। আজ দেশ স্বাধীন। এই স্বাধীনতা সবাইকে রক্ষা করতে হবে।
সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.কুব্বাত সওদাগরের সভাপতিত্বে ও বাহলুল বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, সহ- সভাপতি হাকিম মোল্লা, যুবদল নেতা আব্দুল হান্নান, জহিরুল ইসলাম, ফারুক পত্তনদারসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতা কর্মীরা। সভার সার্বিক তত্বাবধানে ছিলেন যুবদল নেতা করিম বেপারী।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *