
দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে ২৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১৭৪ জন ও অজ্ঞাত আরও ২৫০ জনের নামে নাশকতার মামলা করা হয়েছে। মামলায় উল্লেখিত আসামীদের নামের তালিকা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বেশিরভাগ আসামী ও সাধারণ মানুষ এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দোহারের করমআলীর মোড় ও বাশতলা এলাকায় যারা ছাত্র ও সাধারণ জনগনের উপরে হামলা করেছে তাদের অনেকের নাম বাদ দিয়ে ঘটনার সাথে যারা জরিত নন অথবা ঐদিন বিদেশে অবস্থান করেছেন তাদের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। এনিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন হাট বাজারের চায়ের দোকানে।
এনিয়ে উপজেলা বিএনপির অনেক শীর্ষ নেতারা জানান এই মামলার বিষয়ে ধারণা নেই তাদের। এদিকে মামলার বাদী শাহজাহান মাঝি বলেন, আমার উপরে ৪ আগস্ট হামলা হয়েছে। এছাড়া শিক্ষার্থী ও সাধারন মানুষ আহত হয়েছে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু যারা হামলার ঘটনার সময় উপস্থিত ছিলো না তাদের নাম কিভাবে এসেছে আমি তা জানিনা। তিনি আরও বলেন, যারা হামলাকারী তাদের বিচার হোক। অনেকে হয়তো ব্যক্তিগত আক্রশে কেউ তাদের নাম দিতে পারে।
এবিষয়ে দোহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে। এছাড়া শিক্ষার্থীরা আরও বলেন, আমরা চাই না কোন নির্দোশ মানুষ হয়রানী হোক। যারা অপরাধী তাদের বিচারের আওতায় আসতে হবে।