স্বরুকাঠিতে ডালাই সেতুটি স্কুল ছাত্র ছাত্রী জন্য মরন ফাদ।

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

স্বরূপকাঠীর ডালাই সেতুটি এখন স্কুলের ছাত্রছাত্রীর যাতায়াতে মরন ফাঁদে পরিনত হয়েছে। পিঁরোজপুড়ের স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের নান্দুহার ইলুহার ইউনাইটেড ও উত্তর নান্দুহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের খালের উপর অনেকদিন আগে নির্মিত ডালাই সেতুটি পুরানো হয়ে ঝড়াজির্ন অবস্তা । সেতুটির প্রায় স্থানে ডালাই সেতুর পাটাতন গুলি পুরানো হয়ে ধসে পরেছে যার ফলে ছোট বড় ভাঙ্গা দেখা যায়। এই সেতু দিয়ে আসে পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ সহ দুই স্কুলের প্রায় ২ শতাধিক ছাত্রছাত্রী প্রতিনিয়ত পারাপার হয়।সেতুটির বেহাল দশার কারনে সাধারণ জনগন সহ এই দুই স্কুলের ছাত্রছাত্রীদের কে ভয়ভৃতির মধ্য দিয়ে যাতায়াত করতে হয়। অতিলম্বে সেতুটির পূর্ন মেরামত না করলে যে কোন সময় ঘটে যেতে পারে নানা দূর্ঘটনা তাই এলাকাবাসী ও দুই স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদের উর্ধ্বতনও কর্তৃপক্ষের কাছে, আকুল আবেদন অতিলম্বে সেতুটির পূর্ননির্মান করে গ্রামের মানুষ ও ছাত্রছাত্রীদের চলাচলে সুযোগ করে দেয়ার আহবান

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *