শাজাহানপুরে বাল্যবিয়ে, বরকে শিশু উন্নয়ন কেন্দ্র ও কনেকে সেফ হোমে প্রেরণ।

মোঃ মিজানুর রহমান মিলন, শাজাহানপুর ( বগুড়া) প্রতিনিধি: বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অমান্য করে বাল্যবিবাহ সংগঠিত করার দায়ে বগুড়ার শাজাহানপুরে কনের বাবা এবং বরের মামাকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং প্রত্যকের ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।গত ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার মাদলা ইউনিয়নের সিঙ্গার পাড়া গ্রামে বাল্যবিবাহ নিরোধ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক খান । জানা গেছে গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সিঙ্গার পাড়া গ্রামের সোলেমান মন্ডলের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে (১৫) এর সাথে অপ্রাপ্ত বয়স্ক ছেলে (১৪) এর বিবাহ সম্পাদন করেন উভয় পক্ষের অভিভাবকগণ। গত ১৯ সেপ্টেম্বর শনিবার বৌভাতের আয়োজন করা হয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় এবং আদালতে দোষ স্বীকার করায় উপরোক্ত দণ্ডাদেশ দেওয়া হয়। অপ্রাপ্তবয়স্ক বরকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সহ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে এবং অপ্রাপ্তবয়স্ক কনেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ রাজশাহী সেফ হোমে প্রেরনের নির্দেশ দেন আদালত ।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *