সুজানগর হাটখালি ইউনিয়নে পরিষদ নির্বাচনের প্রচারণায় ফিরোজ আহমেদ খান।

সুজানগর উপজেলা প্রতিনিধি শেখ রেজাউল করিম রুবেলঃ
পাবনা জেলার সুজানগর থানার হাটখালি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত রয়েছেন ফিরোজ আহমেদ খান। এসময় তিনি আমাদেরকে বলেন তিনি নিয়মিত হাটখালি ইউনিয়নের বিভিন্ন এলাকায় যাচ্ছেন জনগণের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। তিনি আমাদেরকে আরো বলেন তিনি বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তাঘাটের যে বেহাল দশা দেখে ইতিমধ্যেই তিনি কয়েকটি রাস্তা সাময়িক সংস্কারের কাজ করেছেন।তিনি বলেন আমাকে যদি সুযোগ দেয়া হয় তাহলে হাটখালি ইউনিয়নের রাস্তাঘাটসহ জনগণের যে দুর্ভোগ রয়েছে তা আমি দূর করার চেষ্টা করব ইনশাল্লাহ। এ সময় তিনি একটি জনসমাবেশ করেন এবং সেখানে বর্তমান হাটখালী ইউনিয়নের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

এ সময় পাবনা ২ এমপি মহোদয় আহমেদ ফিরোজ কবির এই আলোচনা সভায় তিনি উপস্থিত ছিলেন এবং এবং তিনি রাজনৈতিক বিষয়ের আলোচনা সভায় তিনি অংশগ্রহণ করেছেন এবং হাটখালি ইউনিয়নের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি তার মূল্যবান মতামত পেশ করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলার ছাত্রলীগের সভাপতি ও হাটখালি ইউনিয়নের যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ও সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *