বিদ্যালয়ের কক্ষ অবৈধভাবে ব্যবহার করে ব্যবসা পরিচালনা।করছেন জানতে চাইলে সংবাদকর্মীকে হুমকি।

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

স্বরূপকাঠী উপজেলার সারেংকাঠী ইউনিয়নের সারেংকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্ষ ব্যবহার করে ব্যাবসা করা এবং রাত ৮.০০ পযর্ন্ত জাতীয় পতাকা টাংগিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। সেখানে বিদ্যলয়ের একটি কক্ষ ও বিদ্যুৎ ব্যবহার করে ইউনুছ মেম্বার অবৈধভাবে তার ব্যাবসা চালিয়ে যাচ্ছিল। সেখানে উপস্থিত জনসাধারণ বলেন ইউনুছ মেম্বার ক্ষমতার অপব্যবহার করে তার ব্যাবসা পরিচালনা করে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে না পাওয়া গেলে বিদ্যালয়ের সভাপতি জনাব বেলায়েত হোসেন জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
ব্যাবসায়ী ইউনুছ মেম্বার মুঠোফোনে সংবাদকর্মীদের বিভিন্নভাবে হুমকি দেন। তার হুমকির পরই ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করানো হয় এবং স্থানীয় পুলিশ ফাড়িতে খবর দিলে এস আই হাবিব ও তার সহকর্মী উপস্থিত হয়ে কক্ষে তালা মেরে চাবি বিদ্যালয়ের সভাপতির নিকট জমা দিয়ে দেন।

স্থানীয় জনগন আরো জানান ইউনুছ মেম্বার এলাকায় অবৈধ ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *