চলতি সপ্তাহেই এইচএসসি পরীক্ষার সময় জানানো হবে বললেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি।

সোমবার, ০৫ অক্টোবর ২০২০,
আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম ঢাকা বাংলাদেশ।
চলতি সপ্তাহেই এইচএসসি পরীক্ষার সময় জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, সোমবার (৫ অক্টোবর) বা মঙ্গলবার (৬ অক্টোবর) এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা জানিয়ে দেবেন শিক্ষামন্ত্রী। তবে সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান এখন পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন পর্যায় থেকে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা এ সপ্তাহের শেষ দিকে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত জানিয়ে দেবেন। গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় জানিয়েছিলেন, শিক্ষার্থীরা যাতে প্রস্তুতি নিতে পারেন সে জন্য অন্তত চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। এরপর শিক্ষা বোর্ড পরীক্ষার সময় সূচি প্রকাশ করবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *