কবিতা মুজিব আমার বন্ধু এ.বি হালিম গাজী।

হে বন্ধু ওহে বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব?
তুমি কি আসবে কভু এই সোনার বঙ্গদেশে?
তোমায় হারানোর বেদনায় ক্রন্দন করে কতজন!
কাঁদে কত বঙ্গবাসী জ্বরে কতই অশ্রুসজল।
কত ক্রন্দন করে তোমার প্রিয় ব্যক্তি আর স্বজন।
তাইতো বলি বন্ধু হে বন্ধু বঙ্গবন্ধু
লাল সবুজের বাংলায় তোমায় আবার প্রয়োজন।
হে বন্ধু তোমার আত্মত্যাগ হুঙ্কার –
বীর বীরত্ব সাহসের কথা শ্রাবণেই-
বিশ্বের প্রতিটি জাতির আপন মনে প্রাণ কেঁদে ওঠে
কত দিনকে দিন শত্রুর জিম্মি খাঁচায় ছিলে বন্দি,
স্বৈরাচার কুলাঙ্গার রাজাকার ইয়াহিয়া আর ভুট্টো !
তোমায় নিশ্চিহ্ন করার জন্য করেছিল কত সন্ধি।
তবুও তুমি সেই বন্ধি কারায় মাথা নত করো নাই
বন্দি কারায় বুক উঁচিয়ে উচ্চস্বরে বলেছিলে-
দিয়েছিলে জয় বাংলার স্লোগান।
তাইতো জাতি তোমায় রাখবে স্মরণে –
থাকবে তুমি চির অম্লান।
যতদিন রবে ১৯৭১সালের ৭ই মার্চের ভাষণ
ততদিন তোমার আদর্শে চলবে বাংলাদেশের শাসন
যদিও তুমি নেই সোনার বাংলায় নেই কোন ভুবনে –
অমর হয়ে ঘুমিয়ে আছো ওই বাংলা মাটির কবরে
তবুও তোমায় বিশ্ববাসী জানতে চায়-
বঙ্গবাসীর কাছে আর বিটিভির খবরে।
তখনই বলতে হয় তোমার ইতিহাস –
বাংলার ইতিহাস উচ্চকণ্ঠে সজোরে।
তুমি আছো তুমি থাকবে হৃদয়ে পিঞ্জিরায় অফুরান
ওহে বাংলার বন্ধু শেখ মুজিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *