
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০,
এইচ এম সাগর (হিরামন) ->>
খুলনার টিবি বাউন্ডারী রোড মৌলভীপাড়ায় মডার্ণ টাওয়ারের সামনে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ছাদ থেকে লাফ দিয়ে ব্যাংক কর্মকর্তা আবরারুর রহমান শুভ(৩৪) নামের ওই যুবক আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এঘটনা ঘটে। নিহত শুভ, আল আরাফাহ ইসলামী ব্যাংক খুলনার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।নিহত শুভ বাগেরহাটের রামপাল রায়েন্দা রাগুলবুনিয়ার মোঃ আতিয়ার রহমানের ছেলে।