
রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
বর্নি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম (বাদশা) বলেছেন, নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি। নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সমানভাবে নারী-পুরুষের সচেতনতা প্রয়োজন। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি নারী বান্ধব দেশ গড়ি। নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর বর্নি ইউপি চেয়ারম্যান ও বর্নি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম (বাদশা)’র সভাপতিত্বে এস. আই. মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় আজ সকাল ১০ টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে টুঙ্গিপাড়া বিট পুলিশের আয়োজনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সকল বক্তাগন নারীদের অধিকার বিষয়ক এবং বাল্য বিয়ে বন্ধ করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং নারীর প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়ার কথাও বলা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- এ এস আই দেলোয়ার হোসেন, কনস্টেবল, হেলাল উদ্দিন, কনস্টেবল মসিউর রহমান, বর্নি ইউপি সদস্য, বর্নি ইউনিয়নের সর্বস্তরের জনগণ প্রমুখ উপস্থিত ছিলেন।