সাম্প্রদায়িক গোষ্টির একাত্তর টেলিভিশনকে বয়কট ঘোষনা ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি ।।

সাম্প্রদায়িক গোষ্টির একাত্তর টেলিভিশনকে বয়কট ঘোষনা ও সাংবাদিককে হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার সময় ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ কর্মসুচির আয়োজন করেন ঝিনাইদহের সচেতন সাংবাদিক, সাংস্কৃতিক ও সুশিল সমাজ। ঘন্টাব্যাপি চলা এ কর্মসুচিতে সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশিল সমাজের শতাধিক প্রতিনিধিরা অংশ নেয়।
এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি গুরু এম,রায়হান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক নিজাম জোয়ারদার বাবলু, সাংবাদিক দেলোয়ার কবীর, প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক এম. এ জলিল, জেলা সাংস্কৃতিক ঐক্যজোটের সাধারন সম্পাদক বাবলু আক্তার লাল্টু, স্থানীয় আমেনা খাতুন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালাম, যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুলসহ সুশিল সমাজের অনেকে।
বক্তারা বলেন, অবিলম্বে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে গ্রেপ্তার করার দাবি জানান। এবং অবিলম্বে একাত্তর টিভির কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে নুরকে বয়কট করার ঘোষনা দেন সাংবাদিক নেত্রীবৃন্দ।
তারা আরও বলেন, কথিত ধর্মব্যবসায়ি মাওলানা মালেশিয়া প্রবাসী মিজানুর রহমান আজহারীসহ তারা একাত্তরের বিরুদ্ধে কুৎসা রটিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের এই চ্যানেলটি কখনই ইসলামের বিরুদ্ধে না। কখনও কোন রিপোর্ট কেও দেখাতে না পারলেও তাদের জামায়াতপন্থি চেতনার কারনে একাত্তরকে সহ্য করতে পাচ্ছেন না । অবিলম্বে তাদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *