
মোঃহৃদয় হোসেন
বিশেষ প্রতিনিধি
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের বুক চিরে যাওয়া মহাসড়কে মটরসাইকেল এবং ভ্যানগাড়ির সংঘর্ষ।আজ১৭/১০/২০২০ইং রোজ শনিবার বিকেল ৪ ঘটিকার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।সেখানে ভ্যানগাড়ি চালক মারাক্তক ভাবে ইন্জরি হয়।তার পায়ের একটি হাটুর রক সহ প্রায়৮০% ছুটে গেছে।মোটরসাইকেল চালক ও আঘাত প্রাপ্ত হন।তখন তাতক্ষনিক আশেপাশের স্থানীয় মানুষ এসে প্রাথমিক ভাবে তাদের উদ্ধার করেন।তারপর ভ্যানগাড়ি চালককে দ্রুত সবাই মিলে হস্পিটালে প্রেরণ করেন।কিছু খন পর পুলিশ এসে তাদের ধারা মোতাবেক কাজ পরিচালনা করেন।সর্বশেষ তথ্য অনুযায়ী ভ্যানগাড়ি চালকের পায়ের অবস্থা ভালো না নিতি ঢাকা পংগু হাসপাতাল আসেন।